Khoborerchokh logo

চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলা ৮নং সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের উদ্দোগে জাতীয় শোক দিবস পালিত । 244 0

Khoborerchokh logo

চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলা ৮নং সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের উদ্দোগে জাতীয় শোক দিবস পালিত ।

আরিফুল হাসান, চট্রগ্রাম থেকে
সীতাকুণ্ড উপজেলা ৮নং সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের উদ্দোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । জাতীয় শোক সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের আহবায়ক শায়েস্তা খাঁন।তিনি বলেন শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাওয়ায় বঙ্গবন্ধুর আদর্শ ।
ছাত্রলীগের আহবায়ক শায়েস্তা খাঁন আরও  বলেন ১৫ আগষ্টের কালো রাত্রিতে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধী শক্তি ইতিহাসে কলঙ্কময় অধ্যাযের সূচনা করে। শোককে শক্তিতে পরিণত করার দিনও বটে।বর্বর পাকিস্তানি শাসক গোষ্ঠী দীর্ঘ ২৪টি বছরের শাসনামলে বাঙালির শৌর্য,সম্পদ,ঐতিহ্য,ইতিহাস ধংসের খেলায় মেতে উঠেছিল।কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো স্বপ্ন বাস্তবায়নে বীর বাঙালি কখনো কাঙ্খিত লক্ষ্য থেকে পিছু হটে নি।পাকিস্তানির আঘাত,শোষণ,নিপীড়ণকে এগিয়ে চলার অদম্য উৎসাহ হিসেবে মনে ধরেছিলেন এই মহামানব। 
আঘাত থেকেই প্রতিরোধের শক্তি সঞ্চার করেছেন তিনি। শোষিতের কষ্ট থেকেই শাসনের মন্ত্র পেয়েছিলেন তিনি। শোকে কাতর না হয়ে শোককে শক্তিতে পরিণত করার নীতিই বঙ্গবন্ধুর নীতি। আমাদেরকে জাতির জনকের সেই বজ্রকঠিন আদর্শ গ্রহণ করতে হবে।আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান বক্তার বক্তব্যে তিনি এই কথা বলেন।আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন রেহান,জিলান,তারেক,মাকসুদ,ফরিদ,ইলিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।পরিশেষে সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com